করোনা: লালমোহন-তজুমদ্দিনের ইমামদের ত্রাণ দিলেন এমপি শাওন

আব্দুর রহমান নোমান: লালমোহনে ৩৬৫টি এবং তজুমদ্দিনে ১৯২টি মসজিদের ইমামদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

মঙ্গলবার মারকাজুল উলুম আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী কওমী মাদ্রাসা ও এতিম খানা কমপ্লেক্সে বাংলাদেশ কুয়েত সংস্থা ভোলা জেলা শাখা লালমোহন ও তজুমদ্দিন উপজেলার এসব মসজিদের ইমামদের মাঝে ত্রাণ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

ওই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

এছাড়াও লালমোহনের অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যানের গিয়াসউদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ফখরুল ইসলাম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব দিদারুলইসলাম অরুন, পৌরসভা আওয়ামী লীগের সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা যুবলীগ আহবায়ক আবুল হাসান রিমন, পৌরসভা যুবলীগ সভাপতি ও কমিশনার ফরহাদ হোসেন মেহের, সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শাহে আলম।

অন্যদিকে তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা মারকাযুল উলুম নূরাণী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে বাংলাদেশ কুয়েত সংস্থা ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত উপজেলার ১৯২টি মসজিদের ইমামদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লালমোহন-তজুমদ্দিনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ফরিদ প্রমুখ।