লালমোহনে জবরদখলের ঘর নির্মাণে বাধা দেয়ায় মারধর, আহত ৪

লালমোহন প্রতিনিধি: লালমোহনে জবর দখল করে ঘর নির্মাণে বাধা দেওয়ায় চার জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার সাবেক গজারিয়া এলাকার ৩নং ওয়ার্ড বর্তমান মোতাহার নগর ইউনিয়নের কালামিয়া চেয়ারম্যান বাড়িতে গত ১৯ এপ্রিল সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, একই এলাকার বেলায়েত হোসেন মন্জু ও মিঠু মাতাব্বরের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সে বিরোধের বিচার প্রক্রিয়া চলোমান সে বিচার ফয়সালা উপেক্ষা করে ঘটনার দিন মিঠু মাতাব্বর বেলায়েত মন্জুর জমিতে জোর করে ঘর নির্মণ করতে গেলে মন্জু বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাকে বেদম মারপিট করে হাত পা ভেঙ্গে ফেলে।

এসময় তার ডাক চিৎকারে শামিম, নুরজাহান, রাসেল এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে মিঠু মাতাব্বর, সফু মাতাব্বর, বুট্টু মাতাব্বর, মফিজ মতাব্বর, রাকিব, মোস্তফাসহ আরো কয়েকজন।

পরে আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগির পরিবার।