তজুমুদ্দিনে সুপারি পারাকে কেন্দ্র করে জখম ১

তজুমুদ্দিন প্রতিনিধিঃ

সুপারি পারাকে কেন্দ্র করে ১জনকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতকে তজুমুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তজুমুদ্দিন উপজেলার কোরালমারা গ্রামের ৯নং ওয়ার্ডে শুক্রবার সকাল অনুমান ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শম্ভুপুর ইউনিয়নের কোরালমারা গ্রামের ৯নং বাসিন্দা ফরাজি বাড়ির খোরশেদ কাজির সৃজিত ও ভোগ দখলীয় সুপারি বাগান থেকে তার ছেলে হুমায়ুন ঘটনার দিন ৭ অক্টোবর শুক্রবার সকাল অনুমান ৯টার দিকে সুপারি পারতে গেলে একই বাড়ির হোসেন, আঃ রব, নাহিদ ও তারেক ধারালো দা ও ছেনি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত কাটা জখম করে। হুমায়ুন চিৎকার দিলে বাড়ির ও স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে তজুমুদ্দিন হাসপাতালে নিয়ে যায়। পরে রোগীর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাঃ তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। দীর্ঘদিন ধরে হোসেন ও আঃ রব গংরা জোরপূর্বক খোরশেদ কাজির বাগানের ফল-ফলাদি নিয়ে যায়। কোনো প্রতিবাদ করলে মারপিট করে এবং হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে। হোসেনদের অত্যাচার নির্যাতনে খোরশেদ কাজির পরিবার অসহায় হয়ে পড়েছে। ৪জনকে বিবাদী করে তজুমুদ্দিন থানায় এজাহার দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার দাবি করেন।