দাদার চোখের সামনে মেঘনার স্রোতে হারিয়ে গেলো আট বছরের নাতনী সামিয়া।।

দ্বীপ জেলা ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীর তীর ভেঙে দাদার চোখের সামনেই মেঘনার স্রোতে হারিয়ে গেলো আট বছরের নাতনী সামিয়া। দাদার সাথে নদীতে ঝাঁকি জালে মাছ ধরতে গেলে নদীর তীরে ভূমিধসে জোয়ারের টানে ভেসে যায় দুজন। এ ঘটনায় দাদা ফারুক মাঝি (৫৫) প্রাণে বাঁচলেও নাতনি সামিয়ার শেষ রক্ষা হয়নি। চোখের সামনে নাতনি মেঘনার জলে তলিয়ে যায়। উপজেলার সোনাপুর ইউনিয়নের চরজহির উদ্দিন ৪ নং ওয়ার্ডে মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

ফারুক মাঝি জানান, “নাতনি সামিয়াকে নিয়ে নদীতে মাছ ধরতে যাই। নদীতে জাল পেতে টানছিলাম। এমন সময় নাতনি দাদা বলে জোড়ে চিৎকার করে। দেখি সামিয়া মাটি ধবসে পড়ে যাচ্ছে। কিছু বুজে উঠার আগেই আমিও মাটি ধবসে নদীতে পড়ে যাই। হাতে থাকা জালের সাথে পেচিয়ে আমি জোয়ারের টানে কিছুদুর ভেসে যাই। অনেক কষ্টে আমি উপরে উঠে চিৎকার করতে থাকি কিন্তু কেউ নেই। পরে দেখি নাতনি আমার চোখের সামনেই পানিতে ভেসে যাচ্ছে। আমিও নদীর তীরে সামিয়ার সাথে সাথে দৌড়াতে থাকি। কিছু দূর যেতে সামিয়া চোখের সামনেই তলিয়ে গেল। অনেক খুঁজেও আর পাইনি”।