দৌলতখান পৌরসভায় আওয়ামী লীগের জয়

দৌলতখান প্রতিনিধি: দৌলতখান পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন তালুকদারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

এর আগে শনিবার সকাল ৮টা থেকে দৌলতখান পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষ হয় বিকেল ৪টায়। ফল গণনার পর দেখা যায় দৌলতখানে ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

এর আগে দৌলতখানে সকাল থেকেই দুই পৌরসভার ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে দৌলতখানের একটি কেন্দ্র থেকে আ’লীগ ও বিএনপির দুই এজেন্টকে আটক করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় দৌলতখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এ সময় তিনি ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে দৌলতখান সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আ’লীগ সমর্থিত প্রার্থী জাকির হোসেন তালুকদার।