নিখোঁজ সেই বিমানের রহস্য উদঘাটনের দাবি

মালয়েশিয়ার হারিয়ে যাওয়া এমএইচ-৩৭০ বিমানের রহস্য উদঘাটনের দাবি করেছেন তদন্তকারীরা। শীর্ষস্থানীয় বিমান নিরপাত্তা বিশেষজ্ঞদের দাবি: এমএইচ-৩৭০’র পাইলট সুপরিকল্পিতভাবে হত্যা-আত্মহত্যার উদ্দেশ্যে বিমানটি ধ্বংস করেছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এওএল এ তথ্য জানিয়েছে।

তদন্তকারীরা বলেন: পাইলট জাহারিয়ে আহমদ শাহ সবার অজান্তে বিমানে গ্যাস ছেড়ে দেন। এতে সবাই অজ্ঞান হয়ে পড়েন। এর ফলে কেউ জরুরি অবতরণ বা গতি পরিবর্তনের জন্য বার্তা প্রেরণ করেননি।

এ অবস্থায় আহমদ শাহ তার নিজ শহর পেনাংয়ের ওপর দিয়ে দক্ষিণ ভারত সাগরের দিকে উড়ে যান মূলত ‘আবেগী বিদায়ের’ উদ্দেশ্যে।

বোয়িং ৭৭৭ এর সিনিয়র ঊর্ধ্বতন পাইলট এবং প্রশিক্ষক সাইমন হার্ডি বলেন: সামরিক বাহিনীর রাডারের আওতা এড়াতে আহমদ শাহ মালয়েশিয়া এবং থাইল্যান্ড সীমান্ত বরাবর বিমান চালিয়ে নিয়ে যান।

সিবিএস নিউজ জানায়, ধ্বংসাবশেষ থেকে জানা গেছে বিমানটি আহমদ শাহর নিয়ন্ত্রণে ছিল এবং তখন এর গতিও খুব বেশি ছিল না।

তবে বিমানের নিহত সদস্যদের পরিবারের সদস্যরা বলেন: ফরেনসিক প্রমাণ ছাড়া তারা সন্তুষ্ট হতে পারবেন না।

২০১৪ সালের ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে এমএইচ-৩৭০ বিমানটি ভারত মহাসাগরে নিখোঁজ হয়।