বরিশাল সিটি মেয়র চলে যেতে চান

বরিশাল সদর ইউএনও’র বাসভবনে হামলা, ভাঙচুর ও সংঘর্ষে মেয়রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার রাত ১০ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেউ উত্তপ্ত বরিশাল।

সেই হামলার ঘটনায় একাধিক মামলা করা হয়েছে। সেসব মামলায় হুকুমের আসামি মেয়র সাদিক আব্দুল্লাহ। তবে মেয়র বলছেন, তিনি বা তার দলের নেতাকর্মীরা কোনো অপরাধের সাথে জড়িত নন। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের গ্রেপ্তার করুন। এখানে আমি বা আমার দলের কোনো নেতাকর্মী অপরাধী হলে আমি চলে যাব।

শনিবার এসব বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন বরিশাল সিটি মেয়র। সেখানে তিনি এসব কথা বলেন।

মেয়র সাদিক বলেন, আমি কার বিরুদ্ধে আন্দোলন করব। আমাদের দলের সরকার ক্ষমতায়। আওয়ামী লীগ না থাকলে আমি সাদিক আব্দুল্লাহর কোনো মূল্য নেই। আমি আন্দোলন করলে সেটা তো আমার দলের বিরুদ্ধেই যাবে।

সাদিক আব্দুল্লাহ বলেন, আমি মেয়র ছাড়াও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি আমার দলের হাইকমান্ডকে পুরো ঘটনা জানিয়েছি। তদন্ত শেষ করে তারা যে সিদ্ধান্ত দেবেন আমি তা মেনে নেব। আমি দোষী হলে প্রয়োজনে চলে যাব। এভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।