বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি কলঙ্কময় দিন: এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ও আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল তৎকালীন বিএনপি-জামাত জোট সরকার।

তিনি বলেন, এ হামলার মূল লক্ষ্য ছিল এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করে হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনকে চিরস্থায়ী করা। তাই বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি কলঙ্কময় দিন।

এমপি শাওন বলেন, সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী  আইভি রহমানসহ ২২ জন নেতাকর্মী নিহত হন। আহত হন প্রায় ৫ শতাধিক নেতাকর্মীসহ অনান্যরা। আহতদের মধ্যে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকে দেহে স্পিলিন্টার নিয়ে বর্তমানে দুর্বিষহ জীবন-যাপন করছেন।

তিনি আর বলেন, তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। তার সাথে মদদ যুগিয়েছিল বাবর, মুফতি হান্নান সহ হরকাতুল জিহাদের সদস্যরা। ২১ আগষ্ট গ্রেনেড হামলার পরে ঘাতক চক্রদেরকে নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগও করে দিয়েছিল তৎকালীন বিএনপি-জামাত জোট সরকার।

২১ আগস্ট হামলার মামলায় রায় দ্রুত কার্যকর করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এমপি শাওন।

২১ আগস্ট ২০২১ শনিবার সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে, উপজেলা অডিরিয়ামের হলরুমে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে  আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (টেলিকনফারেন্স) ভার্চ্যুয়ালী যোগ দিয়ে এসব কথা বলেন এমপি শাওন।

আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মালেক এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সহসভাপতি মোখলেছুর রহমান হাওলাদার, এডভোকেট তোফাজ্জল হোসেন,  দিদারুল ইসলাম অরুন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কামরুল, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে নিহতের রুহের মাফফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়