ভোলায় আজ কেউ ভ্যাকসিন নেননি

ভোলা জেলায় করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর থেকে আজ এই প্রথম কেউ ভ্যাকসিন নেননি। এর ফলে আজ ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা শূন্যের কোটায়।

অবশ্য বিভাগের মধ্যে বরিশাল জেলা ব্যতীত অন্য জেলাগুলোতেও আজ ভ্যাকসিন দেয়া হয়নি। এরমধ্যে বরিশাল জেলায় আজ ভ্যাকসিন নিয়েছেন ২৬ জন। এই ২৬ জনের মধ্যে পুরুষ ১৪ জন, নারী ১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম (এমআইএস) এর বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

ভোলা জেলায় আজ কেউ প্রথম ডোজের টিকা না নেয়ায় মোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৪২ হাজার ৭০৮ বহাল রয়েছে। অন্যদিকে বরিশাল বিভাগে ২ লাখ ৪০ হাজার ৬৮৬ জন ভ্যাকসিন নিয়েছেন বলেও স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন আপডেটে জানানো হয়।

অন্যদিকে করোনাভাইরাস টিকার পর্যাপ্ত মজুতের বিষয়ে সংশয় দূর করে নির্ধারিত সময় ৮ এপ্রিল থেকেই এর দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

গত সোমবার তিনি বলেছিলেন, ‘এটা প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন, ৮ তারিখ থেকে যে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ শুরু হওয়ার কথা সেটা যথাযথভাবে চলবে। প্রথম ডোজ ৬ এপ্রিল শেষ হয়ে যাবে। ৮ তারিখ থেকে কনফার্ম। আমাদের টিকা আছে।’