ভোলা-লক্ষীপুর রুটের ফেরিতে নজিরবিহীন আগুন

লক্ষীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে ভোর রাতে ভোলার উদ্দেশে ছেড়ে আশা ফেরী কলমীলতায় হঠাৎ আগুন লেগে মালবাহী অন্তত ৯টি গাড়ি পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট টানা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইলিশা ফেরিঘাটের নৌ-পুলিশ ইনচার্জ সুজন চন্দ্র পাল জানান, বুধবার রাত ২টায় কলমীলতা ফেরিটি লক্ষীপুরের মজু চৌধুরির হাট থেকে ভোলার ইলিশার উদ্দেশে ছেড়ে আসে। রাত আনুমানিক ৪টার দিকে ফেরিটি মেঘনা নদীর মাঝামাঝি আসলে একটি পিকাপে প্রথমে আগুন লাগে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অন্য একটি ফেরিতে করে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।