ভোলায় আরও ৭ জনের করোনা শনাক্ত, মোট রোগী ১৮৩

ভোলা জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে জেলায় এখন করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৮৩ জন।

ভোলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৫টি রিপোর্ট এসেছে। এরমধ্যে ৭ জন পজিটিভ। এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৫১৮টি রিপোর্ট এসেছে। আর ভোলা থেকে পরীক্ষার জন্য গত ২৪ ঘণ্টায় ৬০টি এবং মোট ৩ হাজার ৭৫টি নমুনা পাঠানো হয়েছে।

নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১ জন সুস্থ হয়েছেন। এর ফলে জেলায় মোট সুস্থ হয়েছেন ৫২ জন।

নজরুল ইসলাম বলেন, নতুন শনাক্তদের মধ্যে ৪ জন তজুমদ্দিনের, বোরহানউদ্দিনে ১ জন এবং লালমোহনের ২ জন রয়েছেন।

তিনি জানান, হোম কোয়ারেন্টাইনে গত ২৪ ঘণ্টায় ১৫৮ জনকে রাখা হয়েছে। এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৭১ জন। জেলায় বিভিন্ন সময়ে মোট ৪ হাজার ১৯৪ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এখন কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেই। তবে মোট ৯০ জনকে বিভিন্ন সময়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।