ভোলায় একদিনেই ১০ জন করোনা রোগী শনাক্ত

ভোলা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে ভোলা সদরে ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন এবং লালমোহনের ৩ জন রয়েছেন।

ভোলার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন এই ১০ জন শনাক্ত হওয়ার কারণে জেলায় মোট রোগীর সংখ্যা ৩৩। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫ জন।

নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলা থেকে ৯৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মোট নমুনা পাঠানো হয়েছে ১৩৯৫টি। মোট রিপোর্ট এসেছে ১ হাজার ১১১টি। এরমধ্যে ৩৩টি পজিটিভ, ১ হাজার ৭৮টি নেগেটিভ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখন মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৫২৭ জন। আর এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ২২৪৬ জন। জেলায় মোট ২ হাজার ৭৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে রাখা হয়েছে ৯০ জনকে। তবে এখন কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেই।

এই পরিসংখ্যানবিদ বলেন, জেলায় এখন ১১ জন আইসোলেশনে রয়েছেন। মোট আইসোলেশনের আওতায় এসেছেন ২০ জন। বাকি ৯ জন ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন।