ভোলায় কেমন চলছে দ্বিতীয় দিনের টিকাদান কার্যক্রম

করোনাভাইরাস নির্মূলে দেশে টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিন আজ। সেই হিসেবে দেশের অন্যান্য জেলার মতো ভোলায়ও সোমবার সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের মতো টিকাদান কার্যক্রম শুরু হয়।

এখনও পর্যন্ত পাওয়া খবরে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জেলাব্যাপী টিকা কর্মসূচি চলছে। এছাড়া জেলায় এখনও টিকা নেয়া কারও শরীরে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভোলা জেলার সিভিল সার্জন ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার করোনার টিকাদান কার্যক্রমের প্রথম দিন ভোলায় টিকা নেন ২৪৭ জন, আর সারাদেশে ভ্যাকসিন নেন ৩১ হাজার ১শ’ ৬০ জন।

দ্বিতীয় দিনেও ভ্যাকসিন গ্রহণে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। টিকাভীতি কেটে দিন দিন নিবন্ধনের সংখ্যাও বাড়ছে।