ভোলায় ৫৭ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিলো গ্রামীন জন উন্নয়ন সংস্থা

হারুন উর রশীদ: ভোলায় এসএসসি পরীক্ষায় কৃতকার্য দরীদ্র ও মেধাবী ৫৭ জন শিক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৮৪ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার সকালে গ্রামীন জন উন্নয়ন সংস্থার হলরুমে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

ওই অনুষ্ঠানের উদ্ধোধন করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বক্তব্য রাখেন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর, পরিচালক (মাইক্রেফিন্যান্স) মোঃ জাকির হোসেন, পরিচালক এড. বীথি ইসলাম ও অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল।

বৃত্তি প্রদানের মধ্যে প্রথম দফায় ১৫ জন ও দ্বিতীয় দফায় ৪২ জনকে প্রত্যেককে ১২ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।