ভোলা জেলায় করোনায় আক্রান্ত ৩ জন নেগেটিভ, ২ জন সুস্থ

ভোলা জেলায় করোনাভাইরাস শনাক্ত হওয়া মোট ৫ জনের মধ্যে ৩ জনের নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। আর বোরহানউদ্দিন এবং মনপুরায় আক্রান্তরা সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন।

ভোলা জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্ত হওয়া ৩ জনকে আরও পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে তারা ছাড়পত্র পাবেন। এখনও তাদের চিকিৎসা চলছে।

নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এরমধ্যে চারটি রিটেস্ট এবং ৪২টি নতুন নমুনা পরীক্ষার রেজাল্ট। সব ফলাফলই নেগেটিভ এসেছে।

এখন পর্যন্ত পাঠানো ৫৪৩টি নমুনার মধ্যে ৪২৩ জনের পরীক্ষার রেজাল্ট ভোলায় এসেছে বলেও তিনি জানান।

সিভিল সার্জন অফিসের এই পরিসংখ্যানবিদ বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এসময়ে ছাড়পত্র পেয়েছেন ১২১ জন। এর ফলে এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৩৩ জন। করোনাভাইরাস এর শুরু থেকে মোট ১৮৬৮ জন হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন। মোট ছাড়পত্র পেয়েছেন ১২৩৫ জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়নি। তাই আগের ৫২ জনই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। এসময়ে একজন আইসোলেশনে আসলেও তার রেজাল্ট নেগেটিভ হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।