ভোলা জেলায় নতুন করে ৩ জনের করোনাভাইরাস শনাক্ত

ভোলা জেলায় নতুন করে ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার বিকেলে আসা ৩৮টি রিপোর্টে এ ৩ জনের করোনাভাইরাস পজিটিভ আসে।

করোনাভাইরাস শনাক্তদের একজন দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান, আরেকজন লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেশখালী গ্রামের ২২ বছর বয়সী নারী, অন্যজন চরফ্যাশনের একজন চাকরিজীবী।

ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম।

তিনি বলেন, চরফ্যাশনে শনাক্ত হওয়া ব্যক্তি সেখানে চাকরি করতেন। তবে তিনি থাকতেন ভোলা আলিয়া মাদ্রাসা এলাকায়। এজন্য আলিয়া মাদ্রাসা এলাকা লকডাউন করা হয়েছে।

তিনি বলেন, চরফ্যাশনের শনাক্ত হওয়া ব্যক্তির বাড়ি ভোলা জেলায় নয়। তিনি এখানে চাকরি করেন। শনাক্ত হওয়া সবার কন্টাক্ট ট্রেসিং করা হচ্ছে।

নজরুল ইসলাম বলেন, নতুন এই ৩ জন রোগী শনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৮ জন। এরমধ্যে ২ জন সুস্থ হয়েছেন। আগের তিন জনের রিটেস্ট ফলাফল আজও নেগেটিভ এসেছে।

এই পরিসংখ্যানবিদ বলেন, এখন পর্যন্ত ৪৬৪টি রিপোর্ট এসেছে। ঢাকা এবং বরিশালে করোনাভাইরাস পরীক্ষার জন্য ৬৫৯টি নমুনা পাঠানো হয়েছে।