ভোলায় এখনও আসেনি করোনা ভ্যাকসিন

করোনাভাইরাস প্রতিরোধে দেশে আজ থেকে ভ্যাকসিন পর্ব শুরু হলেও ভোলা জেলায় এখনও ভ্যাকসিন এসে পৌঁছায়নি। তবে শিগগিরই কয়েকদিনের মধ্যে জেলায় ভ্যাকসিন এসে পৌঁছাবে।

ভোলা সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারিনটেনডেন্ট মলয় চন্দ্র দাস ভোলা প্রতিদিন কে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোলায় প্রথম ভ্যাকসিন কে নেবেন, তা ঠিক করা হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে মলয় চন্দ্র দাস বলেন, এখনও পর্যন্ত আমার জানামতে এমন কিছু ঠিক করা হয়নি।

ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা প্রদান করার মাধ্যমে আজ শুরু হচ্ছে করোনাভাইরাস দমনের ভ্যাকসিন কর্মসূচি। এরপর পর্যায়ক্রমে দেশব্যাপী টিকা কর্মসূচি শুরু হবে। ভোলা জেলায়ও সেই ধারাবাহিকতায় এসে পৌঁছাবে করোনা ভ্যাকসিন।