মুক্তিযোদ্ধাদের সকল প্রকারের সুবিধা বৃদ্ধিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বদ্ধপরিকর-এমপি শাওন

লালমোহন প্রতিনিধি
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মুক্তিযোদ্ধাদের সকল প্রকারের সুযোগ সুবিধা বৃদ্ধিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসেন তখনই দেশের ও মানুষের ভাগ্যোন্নয়ন হয়।
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের রায়পুরাকান্দি গ্রামে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে বীরমুক্তিযোদ্ধা আবদুল মালেক নামে সড়ক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে সারাদেশের ন্যায় প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের মুক্তির তরে জীবন বাজি রেখে যুদ্ধে যাপিয়ে পড়া বীরমুক্তিযোদ্ধাদের কে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁদের নাম আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন সড়কেরও নামকরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আল-নোমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস-চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা প্রকৌশলী মঃ বিল্লাল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ নের্তৃবৃন্দ।
পরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে “ঢাকাস্থ লালমোহন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি”র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এমপি শাওন।