লালমোহনে আদালতের রায় অমান্য করে অন্যের জমিতে ঘর উত্তোলনের অভিযোগ

লালমোহন প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে জবরদখল করে ঘর উত্তলন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পেশকার হাওলা মোঃ সিরাজুল ইসলামের বসত বাড়িতে ৮ এপ্রিল শুক্রবার সকালে বাড়ির বাউন্ডারি ওয়াল ভেঙ্গে নতুন ঘর উত্তলন করেন লালমোহন আরজু হোটেলের মালিক আজাহার উদ্দিন (জান্টু), সিরাজ, আরিফ সহ তাদের ভাড়া কৃত ১৫/২০ জনের একদল ক্যাডার বাহিনী।

ভুক্তভোগী মোঃ সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি দীর্ঘ দিন আগে পেশকার হাওলা মৌজার এসএ ১০৯৪ খতিয়ানের ৪৮ শতাংশ জমি খরিদ করে ঘর উত্তোলন করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। হঠাৎ করেই এ জমি মালিকানা দাবি করেন একই এলাকার মোঃ কাঞ্চন এতে এলাকায় কয়েকবার ফয়সালা হয়। ফয়সালায় কাঞ্চন সঠিক কোন কাগজ পত্র দেখাইতে পারেননি। পরে ভোলা কোর্টে একটি মামলা দায়ের করেন যার দেওয়ানিমোকদ্দমা নং ৩৫/৯৮ লাল সে মামলায় ২৯/৮/২০১১ ইং সালে আমার পক্ষে রায় হয়।

আমি শারীরিক ভাবে অসুস্থ, তাই ভোলাতে থাকি। সুযোগে গত শুক্রবার সকালে আজহার উদ্দিন জান্টু গংরা আমার বাড়ির বাউন্ডারির ওয়াল ভেঙে জায়গা দখল করে একটি ঘর নির্মাণ করে।

আমি এ বিষয়ে লালমোহন থানায় অভিযোগ দায়ের করেছি।