লালমোহনে পেট জোড়া লাগানো জমজ বাচ্চার জন্ম

লালমোহনে পেট জোড়া লাগানো জমজ বাচ্চার জন্ম হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় এই সিজার অপারেশন করেছেন ডাঃ মুমতাহিনা হক জিম। তার সাথে ছিলেন ডাঃ মোঃ আবু সাফওয়ান।

জমজ বাচ্চার মায়ের নাম মিতু বেগম, বাবার নাম বিলাল হোসেন, ফুল বাগিচা গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা তারা।

জানা যায়, প্রথমে বাড়িতে নর্মাল ডেলিভারি করার চেষ্টা করে তারা। তাতে ব্যর্থ হলে গর্ভবতী মাকে লালমোহন ক্লিনিকে নিয়ে আসেন। ক্লিনিক কর্তৃপক্ষ ডাঃ জিমের শরণাপন্ন হলে তিনি এসে সিজার করেন। তাতে পেট জোড়া লাগানো জমজ বাচ্চার জন্ম হয়।

ডাঃ জিম বলেন, এটা খুব রেয়ার কেস। আমার হাতে এর আগে এরকম আর পড়েনি। বাচ্চা এবং বাচ্চার মা ভালো আছে। এখন উন্নত চিকিৎসার জন্য পেডিযাট্রিক সার্জনের শরণাপন্ন হলে অপারেশনের মাধ্যমে পৃথক করা সম্ভব।