শেখ হাসিনা সরকার জেলেদের ভাগ্যন্নোয়নে কাজ করছেন-এমপি শাওন

লালমোহন প্রতিনিধিঃ  ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা সব সময় জেলেদের ভাগ্যন্নোয়নে কাজ করেন। বর্তমানে ২০ মে হতে ২৩ জুলাই ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ ধরা সম্পুর্ণ নিষেধ। এ সময়ে জেলেদেরকে পুর্নবাসন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মৎস্য অধিদপ্তর সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে।
বুধবার দুপুরে লালমোহন উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, জেলে, মৎস্য আড়তদার, মৎস্য ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জনসচেতনতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান এর সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ বীর মুক্তিযুদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুছ প্রমূখ উপস্থিত ছিলেন।