সাংবাদিক রোজিনা ইসলাম হেনস্থা ও গ্রেফতারে লালমোহন প্রেসক্লাবের ক্ষোভ, ঘৃণা প্রতিবাদ ও মানববন্ধন

লালমোহন প্রতিনিধিঃ

অনুসন্ধানী সাংবাদিকতায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দৈনিক প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলাম এর উপর হামলা, নির্যাতন, মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে ভোলার লালমোহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লালমোহন প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), রিপোর্টার্স ইউনিটি বুধবার আছরবাদ লালমোহন বাজারের চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনি, যুগ্ম-সম্পাদক মাহবুবু আলম, সদস্য মিজানুর রহমান লিপু, জাহিদুল ইসলাম দুলাল, শাহীন কুতুব প্রমূখ।
বক্তারা রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের বিচার এবং দ্রুত তাকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সাংবাদিক রোজিনা ইসলামকে জেলে রেখে স্বাস্থ্যমন্ত্রণালয়ের কর্মকর্তাদের বদলী এটা কোন শাস্তি নয়। দোষীদের গ্রেফতারের দাবী জানান। মানববন্ধনে লালমোহন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।