করোনা: ভোলায় আসা রিপোর্টের সংখ্যা ৫শ’ ছাড়ালো

ভোলায় আসা করোনাভাইরাস নমুনা পরীক্ষার রিপোর্টের সংখ্যা ৫শ’ ছাড়িয়েছে। আজ বুধবার নতুন করে আরও ৩৮টি রিপোর্ট আসায় মোট রিপোর্টের সংখ্যা এখন ৫২১।

এরমধ্যে আজকের ১ জনসহ মোট ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৫ জন সুস্থ হয়েছেন।

সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাস আছে কিনা জানতে জেলা থেকে এখন পর্যন্ত ৮৬৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এই পরিসংখ্যানবিদ বলেন, আজ দৌলতখান উপজেলায় আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, বাকি ৩৭ জন নেগেটিভ। শনাক্ত ব্যক্তির বাড়ি দৌলতখানের চরখলিফা এলাকায়।

এই পরিসংখ্যানবিদ জানান, জেলায় এখন ২ জন আইসোলেশনে রয়েছেন। বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ দৌলতখান হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানকে আইসোলেশনে আনা হয়েছে। তবে এখন কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেই। মোট ৯০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাদের সবাই ছাড়পত্র পেয়েছেন।

নজরুল ইসলাম বলেন, এখন জেলায় ৩৬৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। মোট ২১৩৬ জন হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন, আর মোট হোম কোয়ারেন্টাইন থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১৭৬৮ জন।