জাপা: শেষ পর্যন্ত মিলল দেবর-ভাবির রসায়ণ

বড় ধরনের ভাঙনের হাত থেকে শেষ পর্যন্ত রক্ষা পেল জাতীয় পার্টি। দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জানিয়েছেন, জাতীয় পার্টিতে অবশেষে দুই পক্ষের সমঝোতা হয়েছে।

তিনি বলেন, জিএম কাদের দলের চেয়ারম্যান এবং রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। এটা চূড়ান্ত হয়েই সমঝোতা হয়েছে।

রোববার জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মশিউর রহমান রাঙ্গা।

তিনি বলেন, চেয়াম্যান-বিরোধীদলীয় নেতা এবং রংপুরে এরশাদ সাহেবের শূন্য আসনে মনোনয়নের বিষয়ে সমঝোতা হয়েছে। যেহেতু দলের মহাসচিব এবং চেয়ারম্যান মহোদয় দু’জনই রংপুরের মানুষ, সেহেতু তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন রংপুর-৩ এর উপনির্বাচনে প্রার্থী কে হবেন। এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

এর আগে জাতীয় পার্টির একাংশের রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণাকে কেন্দ্র করে দলটিতে গত ৫ সেপ্টেম্বর থেকে প্রকাশ্য সঙ্কট সৃষ্টি হয়।

ওই দিন একটি সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। জিএম কাদেরকে চেয়ারম্যানের পদ ছেড়ে কো-চেয়ারম্যানের পদ গ্রহণ করার আহ্বান জানান তিনি।

আগামী ৬ মাসের মধ্যে কাউন্সিল করে চেয়ারম্যান নির্বাচন করার কথা জানান জাপার এই প্রেসিডিয়াম সদস্য।

এর পরিপ্রেক্ষিতে একই দিন জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন: জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। ঐক্যের প্রশ্নে দলের কোনো সমস্যা হবে না। কেউ নিজেকে রাজা ঘোষণা করেলই রাজা হয়ে যায় না। রাজা হতে হলে রাজ্য থাকতে হয়, প্রজা থাকতে হয়। তাই কে কী ঘোষণা করেছে তাতে জাতীয় পার্টির কিছু যায় আসে না।

তিনি বলেন: যারা শৃংখলা বিরোধী কার্মকাণ্ডে জড়িত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবেই ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বিশাল আকাশ থেকে কত তারা ঝড়ে পড়ে তাতে আকাশের কি আসে যায়।

এমন বিবাদের প্রেক্ষাপটে জাতীয় পার্টির শীর্ষ নেতাদেরও পাল্টাপাল্টি মন্তব্য করতে দেখা যায়। এর মধ্যেই শেষ পর্যন্ত সমঝোতার কথা জানালেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।