বরিশালে এসে পৌঁছেছে ভোলার ৬০ হাজার ভ্যাকসিন

ভোলা জেলায় যে ৬০ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া হবে তা আজ শুক্রবার বিভাগীয় শহর বরিশালে এসে পৌঁছেছে। ভোলা ছাড়াও বিভাগের অন্য জেলাগুলোর ভ্যাকসিনও এসেছে এই লটে।

বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন ভোলা প্রতিদিন কে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বলেন, এই মাত্র বরিশালে ভ্যাকসিন এসে পৌঁছেছে। সেখান থেকে বিভাগের আওতাধীন জেলাগুলোতে শিগগিরই ভ্যাকসিন বিতরণ করা হবে।

এর আগে বরিশাল বিভাগে প্রাথমিকভাবে ৩ লাখ ৯৬ হাজার ডোজ টিকা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছিলেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এরমধ্যে ভোলায় ৫ কার্টন (৬০ হাজার ডোজ) টিকা সরবরাহ করার কথা জানানো হয়।

শুক্রবার সেই টিকা এসে পৌঁছালো বরিশালে। সেখান থেকে টিকা ভোলায় এসে পৌঁছালে জেলায় করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা পর্ব শুরু হবে।