বোরহানউদ্দিনে চাঁদা দাবীতে বোমা মেরে উরিয়ে দেওয়ার হুমকি ” র‍্যাবের হাতে আটক- ২

মাসুদ রানা বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কুঞ্জের হাট বাজারের বিশিষ্ট ডেউটিন ব্যবসায়ী নুরে আলম ফরাজির কাছ থেকে  নগদ ৩০ লক্ষ টাকা চাঁদা দাবিতে হত্যা করাসহ বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বোমা মেরে উরিয়ে দেওয়া হবে বলে হুমকির অভিযোগে দুই জনকে আটক করেছে র‍্যাব -৮  তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুল হাসিমের ছেলে হাসান ( ২৪) ও আবুল কালামের ছেলে নুরে আলম   (৪৫)কে আটক করেছে র‍্যাব।  শনিবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে  র‍্যাব- ৮ এর ভোলা ক্যাম্পের ডিএডি মোঃ আবুল কালাম আজাদ, এসআই কবিরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।  গত -০১-১০-২০২২ ইং তারিখে থেকে মোবাইল ফোনে এসব হুমকি দেওয়া হয়।  ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকিসহ বোমা মেরে উরিয়ে দেওয়ার হুমকির ঘটনায় কুঞ্জের হাট বাজার ব্যবসায়ী নুরে আলম ফরাজি বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।  যাহার নং-৩৭, তারিখ ০১-১০-২০২২ ইং। ও  র‍্যাব -৮ এর ভোলা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন।  পরে চাঁদা দাবী ও হত্যার হুমকিসহ বোমা মেরে উরিয়ে দেওয়ার হুমকি চলমান থাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে র‍্যাব। এ ঘটনায় নুরে আলম ফরাজী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, দুইজন আটক আছে।  তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।