ভোলায় নবীজিকে কটূক্তির অভিযোগে সেই গৌরাঙ্গ গ্রেফতার

ফেসবুক মেসেঞ্জারে মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার ঘটনায় ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’কে ৫৪ ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

ভোলা জেলা পুলিশ সূত্র জানায়, ফেসবুক মেসেঞ্জারে গৌরাঙ্গ ও জয় রাম নামের দুটি আইডিতে চ্যাটিংয়ের স্ক্রিনশট বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাতেই ভোলা সদর মডেল থানায় ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে নিজে একটি সাধারণ ডায়েরি করেন।

অন্যদিকে বৃহস্পতিবার কে বা কারা গৌরাঙ্গ চন্দ্র দে’র ব্যক্তিগত গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে। পরে পরিস্থিতি বিবেচনায় গৌরাঙ্গ চন্দ্র দে’র বাড়িতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এর আগে গৌরাঙ্গকে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি চেয়ে বিক্ষোভ মিছিল করেছিল ইসলামপন্থী সংগঠন।

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার গণমাধ্যমকে জানান, প্রকৃত ঘটনা উদঘাটনের কাজ চলছে। গৌরাঙ্গ চন্দ্র দে’কে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে এবং নিরাপত্তার জন্য তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।