ভোলা সদরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, দিনভর উত্তেজনা

ভোলায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় উত্তেজিত গ্রামবাসী বাস ভাঙচুর এবং ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা করে।

বুধবার সকাল দশটায় ভোলা সদরের আলীনগর মাদ্রাসা বাজারের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে একটি বাস ভেদুরিয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ব্রয়লার মুরগীর বাচ্চা বোঝাই একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় রিকশাটি। এতে ঘটনাস্থলে রিকশা চালক কবির হোসেন মারা যান।

ভোলা সদর থানা পুলিশ আরও জানায়, পরে গ্রামবাসী উত্তেজিত হয়ে বাসটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।