লালমোহনের ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৫

লালমোহন প্রতিনিধি: লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়নে মেম্বার প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালিয়ে ৫ জনকে আহত করা হয়েছে।

জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোরগ প্রতীকের নুরে আলমের মিছিলে অতর্কিত হামলা করে প্রতিপক্ষ ফুটবল প্রতীকের প্রার্থী হুমায়ুন কবীরের ভাই ও তার সমর্থকরা। এসময় নুরে আলমের সমর্থক গণি মাঝি, ইউসুফ, আবুল কালাম, ফোরকান ও মনিরসহ বেশ কয়েকজকে মারপিট করা হয়। গুরুতর গণি মাঝিকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মেম্বার প্রার্থী নুরে আলম জানান, বেলা ১২টার দিকে সাতানি বাজার থেকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নৌকার মিছিল নিয়ে নিজের এলাকার দিকে রওয়ানা হই। এসময় তেলিবাড়ির দরজায় পৌছলে অতর্কিত হামলা করে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হুমায়ুন কবীরের ভাই বিএনপি সমর্থক জাকির, জাফর ও তার সমর্থক শেঠ বাবুল, সোহাগ, হেলাল, মান্নানসহ বেশ কয়েকজন। তারা ৫ কর্মী সমর্থককে মারপিট করে আহত করে।

এ ঘটনায় নুরে আলম বাদী হয়ে লালমোহন থানায় অভিযোগ দায়ের করেছেন।