বাংলাবাজার ট্র্যাজেডিতে তদন্ত চান ব্যারিস্টার পার্থ

ভোলার বাংলাবাজারে ফাতেমা খানম মেমোরিয়াল হাসপাতাল ও মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবন ধসে হতাহতের ঘটনায় তদন্ত চেয়েছেন ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেন, এমন দুর্ঘনার বিষয়ে ইনভেস্টিগেশন হওয়া উচিৎ। কেন হলো, কীভাবে হলো? কে বা কারা কাজ করলো? কীভাবে কাজ করছে, ঠিকভাবে কাজ হয়েছে কিনা; এসব বিষয়ে ইনভেস্টিগেশন হওয়া উচিৎ।

এর আগে শনিবার দুপুরের দিকে ফাতেমা খানম মেমোরিয়াল হাসপাতাল ও মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১ জন নিহত ও ১৪ জন গুরুতর আহত হন।

এ দুর্ঘটনার পর ভোলা সদর হাসপাতালের আরএমও এক ব্রিফিংয়ে জানান, এ দুর্ঘটনায় ১ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।