লালমোহনে অন্যরকম এক ইউএনও’র গল্প

আবদুর রহমান নোমান:

ভোলা জেলার লালমোহন উপজেলার ইউএনও পল্লব কুমার হাজরা। এর আগে ছিলেন তজুমদ্দিনের ইউএনও। সেখান থেকে লালমোহনে এসেছেন কিছুদিন আগে। এরপর থেকেই লালমোহনের মানুষের মুখে মুখে নিরংহকার ইউএনও’র নাম ছড়িয়ে পড়ছে।

বুধবার ইউএনও’র কার্যালয়ে দেখা মিলল শ্বেত-শুভ্র পোশাকের এক বয়স্ক লোকের। ইউএনও অফিস থেকে খুশি মনে বের হয়েছেন তিনি। বললেন, ইউএনও’র অফিসে যাওয়ার পর তিনি আমাকে বাবা বলে সম্বোধন করে বসতে বলেছেন।

বৃদ্ধ বয়সের সাধারণ নাগরিক আবেগতাড়িত হয়ে আরও বললেন, এর আগেও তিনি যেদিন এসেছিলেন সেদিনও নাকি তাকে এভাবেই বসতে বলেছিলেন ইউএনও। এরপর তিনি জনে জনে বলে বেড়িয়েছেন যে ইউএনও সাহেব আমাকে বাবা বলে বসতে বলেছেন। এভাবেই উপজেলায় ছড়িয়ে পড়ছে ইউএনও পল্লব কুমার হাজরার সুনাম।

এ বিষয়ে ইউএনও পল্লব কুমার হাজরা বলেন, আমরা পরিপাটি পোশাকের কেতাদুরস্ত লোকদের সমীহ করলেও সমাজের আপাতদৃষ্টিতে সাধারণ নাগরিকদের কতটা মূল্যায়ন করি তা ভাবার সময় এসেছে। কোনরকম মিথ্যা অহমিকা না নিয়ে যেন জনগণের সেবা করতে পারি- এই প্রার্থনা।