লালমোহনে লোকালয়ে ধরা পড়ল হরিণ, পরে অবমুক্ত

ভোলার লালমোহনে স্থানীয়দের হাতে ধরা পড়েছে হরিণ। বুধবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা এলাকার ৪নং ওয়ার্ডের ভোট মডেল সংলগ্ন বিল থেকে হরিণটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে শিয়াল মনে করে একটি পশুকে এলাকার কয়েকজন ধাওয়া করলে সেটি পুকুরে লাফিয়ে পরে। সেখান থেকে আইয়ুব নবী নামের এক যুবক উদ্ধার করে দেখে হরিণ। পরে স্থানীয় বাসিন্দারা বন বিভাগ ও পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে বন বিভাগের বিট অফিসার ও ধলীগৌরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে হরিণটি নিয়ে আসে। ৩ থেকে ৪ বছর বয়সের পুরুষ হরিণটির ওজন প্রায় ২২ কেজি।

বন বিভাগের লালমোহন রেঞ্জ কর্মকর্তা অসিম কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে হরিণটি স্থানীয়রা দেখতে পেয়ে আটক করে বন বিভাগকে খবর দেয়। আমরা গিয়ে হরিণটি উদ্ধার করে চর উড়িলের গহীণ কেওরা বনে অবমুক্ত করি।