শেখ হাসিনা আজ বিশ্ব মানবতার জননী: এমপি মুকুল

বোরহানউদ্দিন প্রতিনিধি: ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন করে শেখ হাসিনা যে কথা দিয়েছেন, তিনি তা রেখেছেন উল্লেখ করে তাকে বিশ্ব মানবতার জননী বলে মন্তব্য করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এমপি মুকুল আজ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি একথা বলেন।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এমপি মুকুল বলেন, ‌‘‘আজ ঐতিহাসিক ১৭ মে প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

১৯৮১ সালের আজকের দিনে দীর্ঘ ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির গুরুত্বপুর্ণ দায়িত্ব কাঁধে নিয়ে খুনি জিয়ার রক্ত চক্ষুকে উপেক্ষা করে স্বদেশে ফিরে এসেছিলেন।

সেই দিন ঢাকা বিমানবন্দরে লক্ষ জনতার উপস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন, ‘পিতা-মাতা, ভাইসহ পরিবারের সবাইকে হারিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আপনাদের সাথে নিয়ে আমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আমার পিতার মতো নিজের জীবনকে উৎসর্গ করবো।’’

এমপি মুকুল বলেন, ‘‘তিনি কথা রেখেছেন, তিনি আজ ‘বিশ্ব মানবতার জননী’।