সুসংবাদ: ভোলা জেলায় করোনা থেকে মোট সুস্থ হলেন ১১ জন

করোনাভাইরাস দ্বীপজেলা ভোলায় ভীতি ছড়িয়ে আক্রান্ত শনাক্তের দিক থেকে হাফ সেঞ্চুরি পার করলেও এরমধ্যে সুসংবাদ বয়ে এনেছেন ১১ জন। এখন পর্যন্ত করোনার সাথে লড়াই করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এই ১১ জন।

ভোলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ভোলা প্রতিদিনকে এ ১১ জনের সুস্থতার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোলা জেলায় এখন পর্যন্ত মোট ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলার সব থানায়ই করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১১ জন।

করোনাভাইরাস নিয়ে যখন একপ্রকার ভয় কাজ করছে তখন কোন থানায় কতজন সুস্থ হলেন? এমন প্রশ্ন করলে তিনি সুসংবাদ জানিয়ে বলেন, ভোলা সদর থানায় সুস্থ হয়েছেন ৩ জন। বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ১ জন করে সুস্থ হয়েছেন আর মনপুরায় সুস্থ হয়েছেন ৪ জন।

এই পরিসংখ্যানবিদ জানান, এখন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৩৩৭টি রিপোর্ট এসেছে। এরমধ্যে ৫২টি পজিটিভ। গত ২৪ ঘণ্টায় ৬ জন শনাক্তের রিপোর্ট এসেছে। নতুন শনাক্তদের মধ্যে ৫ জন ভোলা সদরের, একজন তজুমদ্দিনের। ভোলা থেকে পরীক্ষার জন্য মোট ২ হাজার ১০৬টি নমুনা পাঠানো হয়েছে।