লালমোহনে ৭ জনের করোনা শনাক্ত, সুস্থ ১, মৃত একজন

লালমোহন প্রতিনিধি: করোনাভাইরাস পরিস্থিতিতে ভোলা জেলায় লাফিয়ে লাফিয়ে করোনা রোগীর সংখ্যা বাড়ার এই সময়ে উর্ধ্বমুখী অবস্থানের উপজেলার মধ্যে লালমোহন অন্যতম। এখানে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ জনের। এরমধ্যে একজন সুস্থ হয়েছেন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

ভোলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়নের মহেশখালী এলাকার আসমা বেগম করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হরিগঞ্জ এলাকার আলমগীর। বাকি ৫ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে ভোলা জেলায় এখন পর্যন্ত মোট ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলার সব থানায়ই করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১১ জন।

নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৩৩৭টি রিপোর্ট এসেছে। এরমধ্যে ৫২টি পজিটিভ। গত ২৪ ঘণ্টায় ৬ জন শনাক্তের রিপোর্ট এসেছে। নতুন শনাক্তদের মধ্যে ৫ জন ভোলা সদরের, একজন তজুমদ্দিনের। ভোলা থেকে পরীক্ষার জন্য মোট ২ হাজার ১০৬টি নমুনা পাঠানো হয়েছে।