স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক সরকারের যুগান্তকারী পদক্ষেপ : এমপি শাওন 

ভোলা-৩ আসনের সাংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন  বলেছেন, স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক সরকারের যুগান্তকারী পদক্ষেপ
করোনা কালিন সময় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত।
তিনি আরো বলেন,সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার শুভবোধ থেকে প্রায় দুই দশক আগে দেশে শুরু হয় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। সরকার ও জনগণের সম্মিলিত অংশীদারিত্বে এই কার্যক্রম সফলভাবে এগিয়ে চলেছে। একইসঙ্গে স্বাস্থ্যোজ্জ্বল জাতি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, স্বাহ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  (টি.এস) মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার  ডাঃ মহসিন খান , অফিসার ইনচার্জ   (ওসি) মাকসুদুর রহমান মুরাদ, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল সহ সকল ডাক্তার নার্স ও লালমোহন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।