অনলাইনে বাংলা লিখতে সেরা ৫টি বাংলা কনভার্টার

একসময় ফোনে বাংলা লেখা যেত না। তবে সময়ের বিবর্তনে সেই ঘটনা এখন সুদূর অতীত। যেকোন মেসেজ কিংবা ফেসবুক, ইউটিউব অথবা টিকটকে সহজেই লিখে ফেলা যায় বাংলা ক্যাপশন।

তবে বড় কোনো লেখা লিখতে গেলে বাংলা কনভার্টার এর প্রয়োজন হয়। অর্থাৎ কম্পিউটারে বিজয় ফন্টের লেখা ওয়েবসাইটে সাপোর্ট করে না। সেজন্য লেখাকে ইউনিকোডে কনভার্ট করতে হয়। এরপর সেগুলো অনলাইনে পাবলিশ করা যায়।

এমনই কিছু প্রয়োজনীয় অনলাইন কনভার্টারের লিংক:

১. ঢাকা পোস্ট বাংলা কনভার্টার

২. বিএনওয়েবটুলস কনভার্টার

৩. কালের কণ্ঠ বাংলা কনভার্টার

৪. বাংলা কনভার্টার

৫. যুগান্তর বাংলা কনভার্টার