বরগুনায় সাকুরা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০

বরগুনার আমতলী-কলাপাড়া-কুয়াকাটা সড়কের খুড়িয়ার খেয়াঘাট এলাকায় ঢাকাগামী নাইট কোচ সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছে।

শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাইট কোচ সাকুরা পরিবহন আমতলী-কলাপাড়া-কুয়াকাটা সড়কের খুড়িয়ার খেয়াঘাট এলাকায় রাত ৮ টার দিকে পৌছলে মোর ঘোড়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় গাড়ীতে থাকা যাত্রীদের মধ্যে ১০ জন আহত হয়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে মিথিয়া মজুমদার (৩৪), ছোটন মজুমদার (৩৭), ফাহিবা (৪৩)কে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করায়। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

দুর্ঘটনার সাথে সাথে গাড়ীর ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিখিল চন্দ্র জানান, চারজন যাত্রী সামান্য আহত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে গিয়েছি। তবে নিহতের কোনো ঘটনা ঘটেনি। ৮-১০ জন যাত্রী আহত হয়েছে।